০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সিলেট সীমান্তে ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করল বিজিবি

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১১:১৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে।

সিলেটের জৈন্তাপুর ও জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য এক কোটি ৫ লাখ টাকা।

সোমবার (১৪ জুলাই) ও রোববার জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দুটি পৃথক অভিযানে এই মহিষগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানায়, ১৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

একইভাবে সোমবার জৈন্তাপুর বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এসব মহিষের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতার সঙ্গে অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সিলেট সীমান্তে ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করল বিজিবি

আপডেট সময়ঃ ১১:১৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সিলেটের জৈন্তাপুর ও জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য এক কোটি ৫ লাখ টাকা।

সোমবার (১৪ জুলাই) ও রোববার জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দুটি পৃথক অভিযানে এই মহিষগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানায়, ১৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

একইভাবে সোমবার জৈন্তাপুর বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এসব মহিষের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতার সঙ্গে অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন