সিলেট-২ আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী হোসাইন আহমদের পক্ষে সংবাদ সম্মেলন

- আপডেট সময়ঃ ০৯:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে।

আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও ইউকে শাখার সহ-সভাপতি আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯১৯ সালে বৃট্টিশ বিরোধী আন্দোলনের প্লাটফর্ম হিসেবে ‘জমিয়তে উলামায়ে ইসলাম’ আমাদের পূর্বসূরী আকাবীরদের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে। এরপর দীর্ঘ লড়াই সংগ্রামের পর ভারতীয় উপ-মহাদেশে স্বাধীনতার সূর্যোদয়ে সংগঠন হিসেবে ‘জমিয়তে উলামায়ে ইসলাম’র অবদান ছিলো সবার শীর্ষে। এমনকি বাংলাদেশের স্বাধীনতা ও সার্ব ভৌমত্ব রক্ষায় জমিয়ত সদা জাগ্রত ও তৎপর ছিল। ইসলাম বিরোধী সকল অপতৎরতা মোকাবেলায় শক্তির সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাওয়া সংগঠন হচ্ছে ‘জমিয়তে উলামায়ে ইসলাম’। গত বছর জুলাই-আগস্টে হওয়া গণঅভ‚্যত্থানেও অনন্য অবদান রেখেছে জমিয়তে। এরপূর্বে বিগত আওয়ামী শাসনামলে দেশের সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলনে জমিয়তের ‘কেন্দ্রীয় ও স্থানীয় অসংখ্য নেতাকর্মী জেল-জুলুমের শিকার হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরোও বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের ২৩নং নিবন্ধিত নির্বাচনমুখি রাজনৈতিক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম’র দলীয় প্রতীক হচ্ছে ‘খেজুর গাছ’। নির্বাচনী ঐতিহ্য থাকা সিলেট-২ আসনে ২০১৮ সালে জমিয়তের মনোনয়ন পাওয়া ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যের লন্ডন মহানগর জমিয়তের সাবেক সভাপতি আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ আজন্ম জমিয়তী একজন কর্মবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তিত্ব। ইসলামী শিক্ষার প্রসারে তিনি দীর্ঘদিন ধরে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। এছাড়া নিজের প্রচেষ্ঠায় অব্যাহত রেখেছেন গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া ও টিউবওয়েল, হুইল চেয়ার, শীতবস্ত্র, সেলাই মেশিন, শিক্ষা সামগ্রী, বন্যা-দূর্যোগ-রমজানে খাদ্যসামগ্রী ও কুরবানীর মাংস বিতরণ কার্যক্রম।
লিখিত বক্তব্যে বলা হয়, কোমল হৃদয় ও প্রসস্থ হাতের অধিকারী মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ প্রবাসী হয়েও দেশে জমিয়তের কার্যক্রম পরিচালনায় সদা সহযোগীতার হাত প্রসারিত রেখেছেন। তাই অসংখ্য দেশ বরেণ্য আলেমদের জন্মভ‚মি সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের প্রার্থী মনোনীত হয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলাময়ে ইসলাম বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমির, কেন্দ্রীয় জমিয়তের সহ প্রকাশনা সম্পাদক ও বিশ্বনাধ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা রশিদ আহমদ, মাওলানা নূরুল ইসলাম, পৌর জমিয়তের আহবায়ক মাওলানা আব্দুস সোবহান, উপজেলা জমিয়ত নেতা মুফতি শাহনূর আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা শাহ মুসলেহ উদ্দিন, কবির আহমদ, আব্দুস সালাম, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জকির চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।