সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

সিলেট-৪ আসনে মনোনয়পত্র জমা দিলেন আরিফুল হক

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ৮০ বার পড়া হয়েছে।

সিলেট-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।

রোববার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন আরিফুল হক।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আরিফুল হক চৌধুরী বলেন, মানুষ ১৭ বছরে নির্বাচনের পরিবেশ ভুলে গিয়েছিলো। আবার নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সব ঠিক থাকলে নির্বাচন সুন্দরভাবে হবে আশা প্রকাশ করে তিনি বলেন, দেশে বিএনপির পক্ষে গণজোয়ার বইছে। মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। ১২ ফেব্রুয়ারি তার প্রমাণ পাওয়া

নিজের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় শঙ্কা তো আছেই। তবে নিরাপত্তার বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন। আশা করছি তারা যথাযথ ব্যবস্থা নেবে।

নিজের নির্বাচনী আসনের দূর্গম এলাকার ভোটারদের ভোটকেন্দ্রে আনতে আগাম ব্যবস্থা নেওয়ার জন্যও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন