জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীকের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন। ঘোষণার সময় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মহাসচিব বলেন, “আমরা সিলেট-৬ আসনে একটি সৎ, যোগ্য ও দ্বীনদার নেতৃত্ব দিতে চাই। জনগণ ইনশাআল্লাহ খেজুর গাছ প্রতীকের পক্ষে রায় দিবেন।”
দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন পাওয়ার পর হাফিজ ফখরুল ইসলাম নির্বাচনী মাঠে কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক যোগাযোগ শুরু করেছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT