আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জমা দেওয়া সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
এ খবর জানার পরপরই সিলেট-৬ আসনের দলীয় নেতাকর্মী ও এমরান আহমদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।এর আগে ২৯ ডিসেম্বর (সোমবার) বিকালে হাজারো নেতাকর্মী ও সমর্থক সঙ্গে নিয়ে এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র জমা দেন।উল্লেখ্য, গত ৩ নভেম্বর প্রথম ধাপের তালিকায় সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন উদ্যমে মাঠে ঝাঁপিয়ে পড়েন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমরান আহমদ চৌধুরীর দিকনির্দেশনায় নেতাকর্মীরা বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু করেন। এমরান আহমদ চৌধুরী ও তাঁর কর্মী-সমর্থকদের দিনরাত পরিশ্রমের ফলে এখন এই দুই উপজেলার প্রতিটি ঘরে ধানের শীষ প্রতীকের আওয়াজ উঠেছে বলে মন্তব্য সাধারণ ভোটারদের।এমরান আহমদ চৌধুরীর ছাতার নিচেই সকলে ঐক্যবদ্ধ এবং জাতীয়তাবাদের প্রতীককে বিজয়ী করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকমীরা।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225