Live FM Live TV
০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাপগঞ্জে জুলাই-শহিদদের কবর জিয়ারতে আবেগাপ্লুত অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০২:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৭৪ বার পড়া হয়েছে।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বুধবার (১২ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করা সাত শহিদের কবর জিয়ারত করেছেন।

কবর জিয়ারতের সময় শহিদদের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অ্যাড. এমরান আহমদ চৌধুরী। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশিষ্টজন, শহিদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন,“বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শহিদ পরিবারের সুবিচার নিশ্চিত করা হবে। জুলাই-আগস্ট আন্দোলনে সিলেটের সবচেয়ে ত্যাগী উপজেলা হলো গোলাপগঞ্জ, যেখানে সাতজন বিপ্লবী জীবন উৎসর্গ করেছেন। বিয়ানীবাজারেও শহিদ হয়েছেন চারজন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা শহিদ ও আহত পরিবারের পাশে আছেন।”

তিনি আরও বলেন,“বিজয়ী হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন। ইনশা আল্লাহ, সিলেট-৬ আসন তারেক রহমানকে উপহার দিতে পারলে আপনাদের ভাগ্য বদলে যাবে।”

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান মুন্না, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খানসহ যুবদল-ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, বাদল, দারা, আজিজুর রহমান, মামুন, ইমাম উদ্দিন, রুবেল আহমেদ, জাবের আহমদ, সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম সাবেক, এনাম আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন