সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

সিলেট-৬ আসনে যেভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনি প্রচারণা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১২:৫৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ৮৫ বার পড়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে অফিস উদ্বোধন, প্রচার মিছিল, পথসভা, ওঠান বৈঠক ও কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ দুই উপজেলায় আনুষ্ঠানিক প্রচারে নামেন প্রধান দুই প্রার্থী।

বিএনপির প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিকালেই গোলাপগঞ্জ উপজেলায় প্রচারণা শুরু করেন। এর আগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর গোলাপগঞ্জ উপজেলার একাধিক স্থানে প্রচারণা চালান তিনি। এ সময় এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, তিনি এলাকার সন্তান হিসেবে তাদের সামনে এসেছেন এবং একটি সুযোগ প্রার্থনা করছেন। জনগণের সমর্থন নিয়ে কাজ করার সুযোগ চান। এ সময় তিনি সিলেট-৬ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গ্যাসের তীব্র সংকট, জলাবদ্ধতা ও শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান নিয়ে তার সুপরিকল্পনার কথাও জানান এমরান।

অপরদিকে একই দিন সকালে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বিয়ানীবাজার পৌরশহরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে প্রচারণা শুরু করেন। এরপর তিনি ফতেহপুরে শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের কবর জিয়ারত করেন। সন্ধ্যার পর তার সমর্থনে বিয়ানীবাজার পৌরশহরের কসবা ও তিলপাড়ার দাসউরা বাজারে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়। রাতে গোলাপগঞ্জ উপজেলায় পথসভা করেন সেলিম উদ্দিন। প্রচারণাকালে তিনি বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার মৌলিক সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং সেই চেতনা ধারণ করেই তারা সামনে এগিয়ে যেতে চান।

বৃহস্পতিবার সকাল থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের কর্মী-সমর্থকরাও প্রচারণায় বের হন। অন্তত: ২০টি স্থানে তার কর্মী-সমর্থকরা প্রচারপত্র বিলি করেছেন। রাতে একটি ওঠান বৈঠকে প্রতিপক্ষ দলের নেতাকর্মীরা তার কর্মী-সমর্থকদের বাধা প্রদান করে বলে অভিযোগ ওঠেছে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন