
সিলেট-৬ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তবে যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী ইমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র।
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
জেলা প্রশাসক জানান, ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রে কিছু ত্রুটি ও অসঙ্গতি পাওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এসব ত্রুটি নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করা হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
একই সঙ্গে সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়নপত্রও কাগজপত্রের ত্রুটির কারণে স্থগিত করা হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রার্থীর মনোনয়নপত্র নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী যেসব মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিলেট-৬ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখানকার মনোনয়ন যাচাই-বাছাই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225