ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের
৬ষ্ঠ চাঁন্দর গাঁও প্রিমিয়ার লীগ (সি.পি.এল)
এর ফাইনাল সম্পন্ন।
চাঁন্দরগাঁও গ্রামবাসীর আয়োজনে ১০ জানুয়ারী বিকাল ২ ঘটিকায় খেলাটি শুরু হয়।
খেলায় রাইজিং স্টার মাদার বাজার প্রথমে বেডিং করে ১৩৫ রানের থার্গেটে নেমে কিংস্টার খালেরমূখ বাজার ৫ ইউকেট হাতে রেখে জয় তুলে নেয়।
ধারাভাষ্যকার সেলিম আহমদ এর পরিচালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কাইয়ূম, সমাজ সেবক ডা: এনামুল হক, মাদার বাজার যুব কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক মো. আব্দুস শহিদ, সমাজ সেবক কামিল আহমদ, শাজান সাজু, হানিফ মিয়া, মোস্তাকুর রহমান দিপু, জামিল আহমদ প্রমূখ।
আম্পায়ারের দায়িত্বে ছিলেন শিপন আহমদ ও জাবেদ আহমদ।
উল্লেখ্য খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার দশ হাজার প্রারাইজমানি ও রানার্সআপ পাঁচ হাজার প্রারাইজমানি।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225