০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময়ঃ ১০:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার দুপুরে দর্শনা আইসিপি সীমান্তের ৭৬ নাম্বার মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বাংলাদেশি নারী ও শিশুদের হস্তান্তর করা হয়।

বিকাল পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে নিশ্চিত করেন।

এরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার খড়িবাড়ি গ্রামের নিজামুদ্দিন রাসেল আলী, তার স্ত্রী শাবানা ও মেয়ে আছিয়া (৩), নিজাম উদ্দিনের স্ত্রী রাহিলা (৫২), মেয়ে রেশমা (১০), কবীর মাহমুদ গ্রামের আজিজারের ছেলে রফিকুল (২৮), তার স্ত্রী জান্নাতি (২৪), তার মেয়ে রুকসানা (১০) ও জুই (৪)।

লালমনিরহাট জেলা ও থানার উত্তোস্থান গ্রামের সফর উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০), তার স্ত্রী রেনু (২৪), তার ছেলে রোমান আলী (৭), সাবিনা (৮), সাদিয়া (৪)।

গাজীপুর জেলার কোতোয়ালি থানার বদিসল গ্রামের মোহাম্মদ রফিদুলের ছেলে রাজু শেখ রবিউল (১৫)।

তারা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ভারতের বাংলাদেশিদের ধরতে চলমান অভিযানে সেখানে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। কারাগার থেকে মুক্ত করে তাদের বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেঁদে সীমান্তে নিয়ে আসা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতীয় নদীয়া জেলার কৃষ্ণনগর থানার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মধ্যে দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৬-এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, দর্শনা বিজিবি কোম্পানির সদর ক্যাম্পের সুবেদার আশরাফুল ইসলামসহ ১০ জন বিজিবি সদস্য এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার, গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনোজ কুমারসহ ১০ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে নারী ও শিশুসহ ১৫ জনকে থানায় হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

আপডেট সময়ঃ ১০:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার দুপুরে দর্শনা আইসিপি সীমান্তের ৭৬ নাম্বার মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বাংলাদেশি নারী ও শিশুদের হস্তান্তর করা হয়।

বিকাল পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে নিশ্চিত করেন।

এরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার খড়িবাড়ি গ্রামের নিজামুদ্দিন রাসেল আলী, তার স্ত্রী শাবানা ও মেয়ে আছিয়া (৩), নিজাম উদ্দিনের স্ত্রী রাহিলা (৫২), মেয়ে রেশমা (১০), কবীর মাহমুদ গ্রামের আজিজারের ছেলে রফিকুল (২৮), তার স্ত্রী জান্নাতি (২৪), তার মেয়ে রুকসানা (১০) ও জুই (৪)।

লালমনিরহাট জেলা ও থানার উত্তোস্থান গ্রামের সফর উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০), তার স্ত্রী রেনু (২৪), তার ছেলে রোমান আলী (৭), সাবিনা (৮), সাদিয়া (৪)।

গাজীপুর জেলার কোতোয়ালি থানার বদিসল গ্রামের মোহাম্মদ রফিদুলের ছেলে রাজু শেখ রবিউল (১৫)।

তারা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ভারতের বাংলাদেশিদের ধরতে চলমান অভিযানে সেখানে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। কারাগার থেকে মুক্ত করে তাদের বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেঁদে সীমান্তে নিয়ে আসা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতীয় নদীয়া জেলার কৃষ্ণনগর থানার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মধ্যে দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৬-এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, দর্শনা বিজিবি কোম্পানির সদর ক্যাম্পের সুবেদার আশরাফুল ইসলামসহ ১০ জন বিজিবি সদস্য এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার, গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনোজ কুমারসহ ১০ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে নারী ও শিশুসহ ১৫ জনকে থানায় হস্তান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন