০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১১:৩৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৮ থেকে ১৯ জুলাই রাত পর্যন্ত উপজেলার উজিরপুর ইউনিয়নের শিবেরবাজার ও ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সীমান্তে পৃথক দুটি অভিযান চালায় কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি।

শনিবার রাতে সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকা থেকে এক কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় কোনো মালিকানাবিহীন বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল স্কার্ফ সিরাপ, ৪৮ বোতল বিদেশি বিয়ার ও ৫০০টি স্কিন সাইন ক্রিম। পাশাপাশি উদ্ধার করা হয় ২০ হাজার ৭৭৬ পিস অবৈধ ভারতীয় আতশবাজি।

বিজিবির ধারণা, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা এসব মাদক ও পণ্য ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা বলে জানানো হয়েছে।

সংস্থাটি আরও জানায়, জব্দকৃত মাদক ও অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন