১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময়ঃ ১২:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে।

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার আগ্রাদ্বিগুণ সীমান্ত পিলারে কাছ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এ সময় তাদেরকে ঘোরাফেরা করতে দেখে আট করেন বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটকদের মধ্যে ২ জন পুরুষ এবং ৮ জন নারী। বিজিবি জানায়, আটকরা হলেন- আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।

আগ্রাদ্বিগুণ বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তে মমহেষপুরে ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে বোম্বাই শহরে ২ জন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন মহিলা বাসা-বাড়িতে কাজের জন্য যান। পরবর্তীকালে তাদেরকে ভারতীয় পুলিশ (সিআইডি) কর্তৃক আটক করা হয়।

বিজিবি আরো জানায়, গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের নিকট তাদের হস্তান্তর করেন। পরবর্তীতে বিএসএফ আজ বৃহস্পতিবার ভোররাতে তাদের বাংলাদেশে পুশইন করে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

আপডেট সময়ঃ ১২:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার আগ্রাদ্বিগুণ সীমান্ত পিলারে কাছ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এ সময় তাদেরকে ঘোরাফেরা করতে দেখে আট করেন বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটকদের মধ্যে ২ জন পুরুষ এবং ৮ জন নারী। বিজিবি জানায়, আটকরা হলেন- আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলি আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।

আগ্রাদ্বিগুণ বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তে মমহেষপুরে ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে বোম্বাই শহরে ২ জন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন মহিলা বাসা-বাড়িতে কাজের জন্য যান। পরবর্তীকালে তাদেরকে ভারতীয় পুলিশ (সিআইডি) কর্তৃক আটক করা হয়।

বিজিবি আরো জানায়, গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের নিকট তাদের হস্তান্তর করেন। পরবর্তীতে বিএসএফ আজ বৃহস্পতিবার ভোররাতে তাদের বাংলাদেশে পুশইন করে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন