বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সুখবর পেয়েছেন সিলেট বিভাগের আরও তিন বিএনপি নেতা। তাদের একজন সুনামগঞ্জের ও দু’জন সিলেট জেলার। রবিবার (১১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিষয়টি জানানো হয়।
সুখবর পাওয়া নেতৃবৃন্দ হলেন, দলীয় সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেটের দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী।
এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদপদবী থেকে তাদের বহিস্কার করা হয়েছিল।
তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225