০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের গুণী শিক্ষক মনোনীত হলেন যারা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নানা গুণের ভিত্তিতে সুনামগঞ্জে ২৫ জন শিক্ষককে গুণী শিক্ষক মনোনীত করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক বাছাই করার পর রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা পর্যায়ে একজন করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বাছাই করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন- ধর্মপাশা উপজেলার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হায়দার ও সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন- সদর উপজেলার রঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন।

উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন- সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান তহুর ও রঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন।

জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার ও হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়া।

শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদার ও উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমীন আক্তার।

বিশ্বম্ভরপুর উপজেলার ললিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহছিনা খানম, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আলম।

দিরাই উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা রাণী ধর।

শাল্লা উপজেলার মনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেরা সুলতানা, বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রনতি রানী দাস।

জগন্নাথপুর উপজেলার লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ।

ছাতক উপজেলার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, কালেম্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  স্মীতা সরকার।

দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা খাতুন, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদা মাহমুদ।

ধর্মপাশা উপজেলার ধর্মপাশ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হায়দার, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আহমেদ পলক।

মধ্যনগর উপজেলার খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, ফারুক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কুমার রায়। তাহিরপুর উপজেলার বিন্নাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমানা আক্তার গুণী শিক্ষক নির্বাচিত হলেও এই উপজেলার কোন প্রধান শিক্ষক নির্বাচিত হননি।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপযাপন উপলক্ষে মূল্যায়নের ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ে ২৫ জন গুণী শিক্ষক মনোনীত করা হয়েছে।  জেলার তালিকা বিভাগীয় পর্যায়ে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ১৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬১০ জন প্রধান শিক্ষক ও ৬২২৮ জন সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন