১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই

অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ১১:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে।

ভারতীয় পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে। পানি বাড়লেও আপাতত বন্যার কোনো শঙ্কা নেই। জেলার পানি উন্নয়ন বোর্ড বলছে, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি কিছুটা বাড়ছে। তবে অন্য বছরের চেয়ে সুনামগঞ্জে এ বছর নদী কিংবা হাওরে তেমন পানি বৃদ্ধি পায়নি। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। বুধবার বিকেল পর্যন্ত জেলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এ জেলার সুরমা নদীর পানি এখনও বিপদসীমার ৯২ সেন্টিমিটার নিচে রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সব নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এখনও জেলার অনেক হাওরে পানি ধারণের যথেষ্ট জায়গা রয়েছে।’
ট্যাগসঃ