সুনামগঞ্জের মধ্যনগরে নৌকা ডুবে শামছুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছে।
নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার দুল্লবপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী ।
শুক্রবার সকাল ১১টার দিকে মধ্যনগর-পিঁপড়াকান্দা সড়কে ছোট ব্রীজের নিচে প্রবাহমান স্রোতের পানিতে এই দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ডুবে যাওয়া নৌকাটি সকালে আবিদনগর তেলিগাও থেকে আনুমানিক ৩০-৩৫ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় মধ্যনগর পিঁপড়াকান্দা সড়কে ছোট ব্রীজের নিচে প্রবাহমান স্রোতের পানিতে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই সাতরে তীরে উঠতে পারলেও নৌকার ভেতরে থাকা যাত্রীদের বৃদ্ধ বয়সী মোছাঃ শামছুন্নাহার বের হতে না পারায় নৌকা সহ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নৌকা থেকে মৃত অবস্থায় বৃদ্ধ নারীকে উদ্ধার করে।
এর সত্যতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT