সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জুয়েল মিয়া (৩৫) নিহত হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ে কর্মরত একেই সময় তার সাথে থাকা সহযোগি গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের পাশে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, সকালে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে জয়কলস এলাকার সড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এসময় গুরুত্বর আহত হয়ে মোটরসাইকেলে থাকা অপর আরোহী। পরে এলাকাবাসী মিলে গুরুত্ব আহত কে উদ্বার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT