সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহত হোসেন মিয়া (১২) দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ঘাতক হোসাইন আহমেদ একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে। সোমবার (৫ মে) বিকালে দোয়ারাবাজার উপজেলা সদরে ঘটনাটি ঘটে।জানা যায়, টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। টাকা না পেয়ে এক পর্যায়ে বন্ধু হোসাইন আহমেদ অপর বন্ধু হোসেন মিয়ার পেট ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহতের মা ফাতেমা বেগম বলেন, ঘটনার দিন বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫শ' টাকা নিয়ে স্থানীয় বাজারে সওদা করতে যায়। সন্ধ্যায় একই গ্রামের হোসাইন আমার ছেলে হোসেনের কাছে টাকা ধার চায়। টাকা না দিলে হোসাইন জোর করে টাকা ছিনিয়ে নিতে চাইলে আমার ছেলে হোসেন সেখান থেকে দৌড়ে সরে যেতে যায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে দৌড়ে আমার ছেলের পেট ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হোসাইন।দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225