প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৮:৪৫ এ.এম
সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা কারাগারে ১৬
বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর হামলায় জড়িত ১৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।
শনিবার বিকালে সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে সংঘবদ্ধ চক্র ১৭ মার্চ খনিজ বালি চুরি করতে থাকে। নারায়ণতলা বিওপির বিজিবি টহল দল ৪০ লাখ ১৪ হাজার টাকা মূল্যের চুরি করা খনিজ বালিবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করলে বালি চুরিতে জড়িত দুর্বৃত্তরা বালিবোঝাই ট্রাক্টর ছিনিয়ে নিতে বিজিবি টহল দলে ওপর হামলা করে। হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। ১৮ মার্চ বিজিবির ওপর হামলায় জড়িত সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্ত গ্রাম উত্তর ডলুরার শিপনকে প্রধান আসামি, ২৫ জনকে অভিযুক্ত করে সুনামগঞ্জ থানায় বিজিবির পক্ষে মামলা করা হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT