০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জ ব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৫১ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও টাস্কফোর্স সদস্যরা। সোমবার (৪ আগস্ট) ভোররাতে চালানো এ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে নৌপথে আনা বিপুল পরিমাণ কাপড়সহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়, জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে—১২৫৮ পিস ভারতীয় শাড়ি, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানির কাপড়।

এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা অংশ নেন।

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান স্থল ও নৌপথে সমানভাবে জোরদার করা হয়েছে। জব্দকৃত কাপড়ের চালান শুল্ক বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জ ব্দ

আপডেট সময়ঃ ০৪:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও টাস্কফোর্স সদস্যরা। সোমবার (৪ আগস্ট) ভোররাতে চালানো এ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে নৌপথে আনা বিপুল পরিমাণ কাপড়সহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়, জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে—১২৫৮ পিস ভারতীয় শাড়ি, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানির কাপড়।

এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা অংশ নেন।

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান স্থল ও নৌপথে সমানভাবে জোরদার করা হয়েছে। জব্দকৃত কাপড়ের চালান শুল্ক বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন