০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জে ভারতীয় চোরাই কাপড় জব্দ

অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৪:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি জানায়, গতকাল সোমবার (১১ আগস্ট) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় কাপড়গুলো জব্দ করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে ২১০০ মিটার কাপড় পাওয়া যায়। পরে সেগুলো বাঙালভিটা বিওপিতে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
ট্যাগসঃ