সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জে ভারতীয় জিরা-ফুসকা জব্দ

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৭:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪০ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে বিজিবি। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের ১টি পরিত্যাক্ত ঘরে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯হাজার ৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করা হয়। আটককৃত মালামামালের মূল্য ৪০ লক্ষ টাকা।

অভিযানে সেনাবাহিনীর অফিসারসহ ১৫ জন এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েব সুবেদার কাজী মো: কামাল এর সাথে ১৪ জন সদস্যসহ সর্বমোট ৩০ জন অংশগ্রহন করেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় জিরা এবং ফুসকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন