সুনামগঞ্জের শান্তিগঞ্জে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহতরা হলেন দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) ও কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম (৪)।
আহতরা হলেন, দিরাই উপজেলার ভাঙাডর গ্রামের সারত দাসের ছেলে জ্যোতিষ দাস (২৬), সাদিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসান মিয়া (৩৫), কাদিরপুর ধল গ্রামের মৃত আবদুল হাসিমের মেয়ে সুফিয়া বেগম (১৮), শান্তিগঞ্জ উপজেলার বোগলাখারা গ্রামের নুর ইসলামের ছেলে নাসির উদ্দীন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫), নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার আবরীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বাদল মিয়া (৪০)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরের দিকে গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পড়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৭ জন যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে এক শিশু নিহত হয়৷ অন্যান্য আহতরা চিকিৎসাধীন আছেন৷
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT