সুনামগঞ্জের দোয়ারাবাজারে চোরাচালানকালে ১২টি ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবি।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর রাতে বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত এলাকার দক্ষিণ কলোনি থেকে ভারতীয় গরুগুলো আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, চোরাচালানের ১২টি ভারতীয় গরু আটক করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে। আটককৃত গরুগুলোর মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, বাঁশতলা সীমান্ত এলাকা থেকে ১২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT