ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, জামায়াতে ইসলামীর দিরাই উপজেলা আমির আব্দুল কদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিরাই উপজেলা সভাপতি আশরাফ আলী, আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা পাল, শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ আট দলীয় জোটের নেতারা। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, আমরা চাই সারা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে—এমনটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনী আচরণবিধি মেনে চলার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা আচরণবিধি মেনে চলব। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, তারা যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে। নির্বাচনে কেউ যেন ভয়ভীতির শিকার না হয়, সে পরিবেশ সৃষ্টি করা প্রশাসনের কাছে দায়িত্ব জানান তিনি।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225