সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, নাসির আউট পাভেল ইন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ০৩:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ৯৯ বার পড়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নিজেদের প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এই আসনে সাবেক সংসদ সদস্য ও প্রবীণ নেতা নাসির উদ্দিন চৌধুরীর পরিবর্তে তরুণ আইনজীবী তাহির রায়হান চৌধুরী পাবেলকে চূড়ান্ত দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে তাহির রায়হান চৌধুরী পাবেলকে এই মনোনয়ন প্রদান করা হয়। রোববার (২৮ ডিসেম্বর) দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাবেল নিজেই।

তাহির রায়হান চৌধুরী পাবেল সিলেট জেলা জজ কোর্টের একজন নিয়মিত আইনজীবী। দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি জানান, আমি শনিবারই মনোনয়নের বিষয়টি শুনেছিলাম, আজ হাতে চিঠি পেয়েছি। ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

এর আগে গত ৫ ডিসেম্বর সুনামগঞ্জ-২ আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। দলীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন চৌধুরী দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মূলত তার অসুস্থতার কারণেই এই আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন