ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসন থেকে অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সনজীব সরকারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি দিরাই উপজেলা শাখার সম্পাদক মৃণাল কান্তি দাস, উদীচী শিল্পীগোষ্ঠী দিরাই উপজেলা শাখার সভাপতি মনোজ কান্তি পুরকায়স্থ, সহসভাপতি রণধীর চক্রবর্তী, দিরাই যুব ইউনিয়নের সভাপতি বদরুজ্জামান চৌধুরী, কমরেড সোনাফর উল্লা এবং সিপিবি দিরাই উপজেলা শাখার সদস্য জয়মনী দাসসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন বলেন, “আমি দিরাই-শাল্লার হাওরপাড়ের সন্তান। এই এলাকার আলো-বাতাস, কাদা-মাটি গায়ে মেখেই আমার বেড়ে ওঠা। দিরাই ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই আমি এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে আসছি।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে বন্যা ও করোনা মহামারির সময় আমি এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। সাধারণ মানুষের সমর্থন পেলে জীবনের শেষ বিন্দু দিয়েও তাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।”
এ সময় তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দিরাই-শাল্লার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225