ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এডভোকেট নিরঞ্জন দাস খোকন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সনজীব সরকারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় কমরেড সোনাফর উল্লা, খেলাঘরের সহসভাপতি জিয়াউর রহমান লিটন, উদীচির সহসভাপতি রনধীর চক্রবর্তী, কমিনিস্ট পার্টির সদস্য জুসেন চন্দ্র সরকার, টিপু রঞ্জন দাস, ছাত্রইউনিয়নের সাবেক সদস্য অসীম রায় ও সিপিবির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এডভোকেট নিরঞ্জন দাস খোকন বলেন, আমি দিরাই শাল্লার হাওয়র পাড়ের সন্তান এই এলাকার আলো বাতাস কাঁদা মাটি গায়ে মেখেই বেড়ে উঠেছি। আমি এই অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ দিরাই ডিগ্রি কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলাম, তখন থেকেই দিরাই শাল্লার এলাকার খেটে-খাওয়া মানুষের অধিকার আদায়, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তিনি আরও বলেন, বিগত সময়ের বন্যা মহামারী করোনায় এই এলাকার মানুষের পাশে দাড়িয়েছি। আমি সাধারণ মানুষের সমর্থন পেলে জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও তাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে বলেও জানান এডভোকেট নিরঞ্জন দাস খোকন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষে দিরাই শাল্লার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালবাসা চান তিনি।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225