০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৯:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৮৬ বার পড়া হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন তাইফুল ইসলাম (৪৫) ও তার ছেলে মিনহাজ শেখ (১০)। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল করেন তাইফুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে তার ১২ বছরের সংসার ছিল তাইফুলের। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অবশেষে গতকাল বিকেল ৪টার দিকে তাইফুল স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। এর কিছুক্ষণ পর তিনি ও তার ছেলে দুধ দিয়ে গোসল করেন।

তাইফুল দাবি করেন, গত ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা দুধ দিয়ে গোসল করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর মতে, দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে আসা দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল

আপডেট সময়ঃ ০৯:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন তাইফুল ইসলাম (৪৫) ও তার ছেলে মিনহাজ শেখ (১০)। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল করেন তাইফুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে তার ১২ বছরের সংসার ছিল তাইফুলের। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অবশেষে গতকাল বিকেল ৪টার দিকে তাইফুল স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। এর কিছুক্ষণ পর তিনি ও তার ছেলে দুধ দিয়ে গোসল করেন।

তাইফুল দাবি করেন, গত ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা দুধ দিয়ে গোসল করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর মতে, দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে আসা দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন