০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

স্বাধীনতার ৫৪ বছর পরও দিরাই-শাল্লা অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত: এডভোকেট পাবেল চৌধুরী

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ১০:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ৫৮ বার পড়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দিরাই-শাল্লা অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি বলেন, সারা দেশে উন্নয়ন হলেও দিরাই-শাল্লা এখনো যোগাযোগ, শিক্ষা ও অবকাঠামোগত ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বিকেলে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

তিনি বলেন, যারা এত দিন ক্ষমতায় ছিলেন, তারা নিজেদের আখের গোছালেও এলাকার উন্নয়নে ছিলেন উদাসীন। তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান ও গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করেছি। এখন দেশের মানুষ বিএনপির দিকে চেয়ে আছে।

পাবেল চৌধুরী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাই। আমি মনোনয়ন না পেলেও দলের যিনি প্রার্থী হবেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

উক্ত সভায় আটগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জালাল মিয়ার সভাপতিত্বে ও আটগাও ইউনিয়ন যুবদলের আহবায়ক নয়ন আহমদ,জুনেদ আহমদ ও নজরুল ইসলামের  যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহবায়ক শিক্ষক  আব্দুল করিম, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার,শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুল ইসলাম মাষ্টার, বিএনপি নেতা মাসুদ আল কাওসার, চরনারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুর রহমান খান আশিক,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিস মাষ্টার, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুসাঈদ, হবিবপুর বিএনপির আহবায়ক আল আমিন, উপজেলা যুবদলের  সদস্য সচিব রুবেল আহমদ দুলাল,উপজেলা সেচছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জেলা তরুণদলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাপন প্রমুখ, উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন