সিলেটের য়ানীবাজার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিফজুল ইসলাম চৌধুরী।
বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সরোয়ার রেজা, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব গিয়াস উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ বলেন সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দেশের স্বার্থে কাজ করতে হবে। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। মনে রাখবেন বিএনপি বিজয়ী হলেই শুধুমাত্র সম্ভব হবে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মান।
সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন তৃনমুল হচ্ছে বিএনপির প্রান। এজন্য তৃনমুলে স্বেচ্ছাসেবক দলকে আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে কাজ চলছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটে স্বেচ্ছাসেবক দল যে অগ্রনি ভুমিকা পালন করে সুনাম অর্জন করেছে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল কার্যকর ভূমিকা পালন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে ইতিবাচক ভুমিকা রাখতে সক্ষম হবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT