গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে (২৭ জুলাই) রবিবার বিকাল সাড়ে পাঁচটায় লাক্কাতুরা বিভাগীয় স্টেডিয়ামের সম্মুখে রেস্টক্যাম্প বাজারে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা,চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বীরেন সিং,চা শ্রমিক ফেডারেশনের হৃদয় লোহাড়, জরিনা বেগম, করুনা বেগম, প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের এক বছর হতে না হতেই সারাদেশে জোরপূর্বক চাঁদাবাজি-তোলাবাজি,মব সৃষ্টি করে হামলা ও হত্যা, নারীর সাথে অসম্মানজনক আচরণ,মোরাল পুলিশিং, ধর্ষণ - ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা,মাজার-ভাউল আখড়া ভাঙ্গা, নারীদের ফুটবল খেলায় বাধা, প্রতিষ্ঠান-স্হাপনা দখল , মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাংচুর, ঐতিহাসিক স্মারক ভাঙচুর, দুর্নীতির নানা খবরে দেশের মানুষ বেদনাহত ও ক্ষুব্ধ। স্বৈরাচার পতনের পর দেশের এমন নৈরাজ্যকর পরিস্থিতি মানুষ প্রত্যাশা করে নি। অন্তবর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বৈষম্যহীন সমাজ নির্মাণের লক্ষ্যে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি।
বক্তারা প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা,মব সন্ত্রাস-নারী নির্যাতন-সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ,চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা ঘোষণা করার আহ্বান জানান।
বক্তারা, ৫ আগস্ট সকাল ১১টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত শেষে মিছিল-সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT