সিলেটের আধ্যাত্মিক কেন্দ্র হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক শুরু হয়েছে রোববার। গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই দিনব্যাপী এই পবিত্র আয়োজন।
ভোর থেকে শুরু হওয়া কার্যক্রমে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো ভক্ত-অনুরাগী ছুটে আসেন দরগাহ এলাকায়। মাজারের চারপাশ মুখর হয়ে ওঠে- ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে।
ঐতিহ্যবাহী এই ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে আধ্যাত্মিক আবহ। ওরসকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকে পুলিশ, সিসিটিভি ক্যামেরা এবং গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ বক্স। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি ছিল পুরো এলাকায়।
আউলিয়াদের সরদার হজরত শাহজালাল (রহ.)-এর রুহানী ফয়েজ লাভের আশায় দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা আগেভাগেই ভিড় করেন মাজারের আশপাশের হোটেল-মোটেলে। কেউ কেউ বলছেন, আল্লাহর প্রিয় বান্দার উসিলায় দোয়া-দুরুদ পড়তে এসেছি।
রেওয়াজ অনুযায়ী রোববার গিলাফ চড়ানোর মাধ্যমে শুরু হওয়া ওরস শেষ হবে আজ সোমবার আখেরি মোনাজাতের মাধ্যমে। এর মধ্যে রয়েছে খতমে কুরআন, জিকির আসকার, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ।
তবে এবার ওরসে দেখা গেছে এক ভিন্নচিত্র। পূর্বের বছরগুলোর মতো মাজার এলাকায় ভক্তদের ‘আসর’ বসতে দেখা যায়নি। মাজারের পেছনের এক কোণে সীমিত আকারে মিলাদ ও দোয়ার আয়োজন হলেও অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে প্রশাসন ছিল কঠোর অবস্থানে। মাজারের পবিত্রতা রক্ষায় এ বছর প্রথমবারের মতো নেওয়া হয় জনসচেতনতামূলক উদ্যোগ। ফলে মাজার এলাকা ছিল অনেকটা শান্ত ও সংযত।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT