০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

হঠাৎ বিয়ে করে আলোচনায় ‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ৪৫ বার পড়া হয়েছে।

বলিউড ছেড়েছেন বছর খানেক আগেই। এরপর বোরখা, হিজাব পরতেন বলে কটাক্ষের শিকারও হয়েছেন বহুবার। বলা হচ্ছে আমির খানের ‘দঙ্গল’ দিয়ে অভিনয় করে আলোচনায় আসা অভিনেত্রী জায়রা ওয়াসিমের কথা। প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাৎ, চলে আসেন লাইমলাইটে।

এরই মধ্যে হঠাৎ আলোচনায় এই ‘দঙ্গল’ কন্যা। অভিনয় ছাড়ার বছর পাঁচেকের মাথায় বিয়ে করে ফেললেন জায়রা ওয়াসিম। শুক্রবার রাতে সকলকে চমকে দিয়ে বিয়ে করার কথা জানালেন প্রাক্তন এই অভিনেত্রী। কিন্তু জানাননি পাত্রের পরিচয়, ফলে তৈরি হয়েছে কৌতূহল, আলোচনা।

এদিন সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে নিয়েছেন জায়রা। সেখানেই তাকে দেখা গেল, বরের সঙ্গে কনেবেশে। পরনে লাল রঙের বিয়ের পোশাক, আর পাত্রের গায়ে দেখা গেল ঘিয়ে রঙের কাশ্মিরি শাল। যেন চাঁদকে সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জায়রা।আরেক ছবিতে দেখা যায়, মেহেন্দি পরা হাতে নিকাহনামায় সই করছেন। ক্যাপশনে লেখা- ‘কবুল হ্যায়।’ আর তা প্রকাশ হতেই তৈরি হয় শুভেচ্ছার জোয়ার।প্রসঙ্গত, ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। পরে আবার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন জায়রা।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন