হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রায় এক কেজি গাঁজাসহ শহিদ মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহি নী।বুধবার (৭ মে) রাত আনুমানিক সাড়ে নয়টায় লেফটেন্যান্ট আরিফ ফয়সাল মজুমদারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার জলসুখা ইউনিয়নের শঙ্খমহল থেকে তাকে আটক করেন। আটক শহিদ মিয়া জলসুখা ইউনিয়নের শঙ্খমহল গ্রামের আব্দুল কাদির মিয়ার পুত্র৷এ সময় তার কাছে থেকে গাঁজা ছাড়াও গাঁজা সেবনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়৷ আটকের পর রাতেই তাকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক শহিদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT