হবিগঞ্জে গাড়ি চুরি সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

- আপডেট সময়ঃ ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৬৫ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বড়চর এলাকা থেকে ব্যাটারিচালিত টমটম চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করা করেছে র্যাব-৯ । এসময় টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) ভোরে শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, ২৫ জুলাই রাতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা এলাকার মো. রমজান আলীর ছেলে মো. জামিল মিয়া (১৭) ব্যাটারিচালিত টমটম গাড়ি নিয়ে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার থেকে যাত্রী নিয়ে যান। শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর এলাকায় যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পাশের ঝোপে যাওয়ার ১০ মিনিট পরে ফিরে এসে দেখেন তার টমটম নেই। পরে আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ ও খোঁজাখুঁজি করেও টমটম গাড়িটি খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় মো. রমজান আলী বাদী হয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এ ঘটনার তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গত ২৬ জুলাই রাত সাড়ে ১২ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ১১নং বাগাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় টমটম গাড়ি চুরির সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৩ জন আসামি গ্রেফতার ও টমটম গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মাধবপুর উপজেলার বাগেরসরা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ বাগুনিপাড়ার সবুজ মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (১৯)।
গ্রেফতারকৃত আসামিদের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।