হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএম মিজানুল হক (৪০) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার দেওরগাছ এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুল বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার এসএম মেহরাজ মিয়ার ছেলে। তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আরও এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, দেওরগাছ এলাকায় মুখোমুখি সংঘর্ষে উভয় মোটরসাইকেলের চালক ও আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুলকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT