হবিগঞ্জে ধ/র্ষ/ণ/চে/ষ্টা/র দায়ে যুবকের ৫ বছরের কা/রা/দ/ণ্ড

- আপডেট সময়ঃ ০৭:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে।

নারীকে ধর্ষণচেষ্টার দায়ে হবিগঞ্জে রুবেল মিয়া (৪২) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ফাতিমা ইমরুজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।
মামলার এজাহারে জানা যায়, ২০২০ সালের ৩০ জুন রাতে দুই শিশুসন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন প্রতিবেশী এক নারী।
এ সময় তিনি বাইরে বের হলে রুবেল তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রুবেল পালিয়ে যায়। ঘটনার পর রুবেলের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।
আদালতের পেশকার জিয়াউদ্দিন জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রুবেল মিয়াকে দোষী সাব্যস্ত করেন এবং পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
রায় ঘোষণার সময় রুবেল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।