হবিগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার

- আপডেট সময়ঃ ০২:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিখোঁজের একদিন পর টমটম চালক কাসেম মিয়া (২৫) এর হাত-পা-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ভাতকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ধানক্ষেত থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কাসেম বাহুবল উপজেলার লামাতাশী গ্রামের বাসিন্দা আব্দুল আলীর ছেলে। তিনি পেশায় একজন অটো টমটম চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কাসেম নিয়মিত টমটম চালাতেন। সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি। মঙ্গলবার (৮ জুলাই) সকালে স্থানীয়রা ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে বাহুবল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধারণা করা হচ্ছে, টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যেই কাসেমকে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।