হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ইউপি চেয়ারম্যানসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। উপজেলার যশকেশরী গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে উপজেলার যশকেশরী গ্রামের আলকাছ মিয়ার ছেলে নাবেল মিয়ার সঙ্গে একই গ্রামের নবীন মিয়ার ছেলে নাইমের বিরোধ চলছিল। এ নিয়ে নাইমের বাবা নবীনের সঙ্গে নাবেলের বাকবিতণ্ডা হয়। এর জেরে উত্তরহাটি গোষ্ঠী ও বড় হাটি গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ মিয়াসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, “পাওনা টাকা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT