হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর থেকে প্রায় ৭ ঘণ্টা ধরে জেলাজুড়ে বিদ্যুৎসরবরাহ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তখন থেকেই একাধিকবার ওই উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। সন্ধ্যায় হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে উপকেন্দ্রটিতে আগুন ধরে যায়।
শাহজিবাজার সাবস্টেশনের ট্রান্সমিটারে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রকৌশলী আব্দুল মান্নান। তিনি জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রাথমিকভাবে ট্রান্সফরমারের ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। মেরামতের কাজ চলমান রয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT