হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইনাতখানী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফারদিন মিয়া (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত ফারদিন ওই গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে। এ মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে শিশু ফারদিন। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবর পেয়ে স্বজনরা ছুটে আসলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
অকালপ্রয়াত এই শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ইনাতখানী গ্রাম। একমাত্র ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না শোকাহত বাবা-মা। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীরভাবে মর্মাহত।
সোমবার সকাল ৯টায় পুরান বাগ জামে মসজিদের নতুন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT