১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
সংবাদ শিরোনামঃ
হবিগঞ্জে ভাঙ্গারি দোকানে মিলল গাঁজা, আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময়ঃ ১১:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পৌর শহরের পশ্চিম মাধবপুর পল্লীবিদ্যুৎ অফিসের কাছে ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে এসব গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোস্তফা মিয়া (৩০), মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (২০) ও বাহার উদ্দিন (২৫)।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগসঃ