হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হিলালপুর জামে মসজিদের পাশ থেকে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম শফিক মিয়া (৩৫)। তিনি বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মৃত তারা মিয়ার ছেলে।
স্বজনরা জানান, শফিক মিয়া গত কয়েক মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর মসজিদের পাশে শুয়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান ইমাম ও মুসল্লিরা। পরে মসজিদ কমিটির সেক্রেটারি শাহাবুদ্দিন ফেসবুকে একটি পোস্ট দিলে তা দেখে শফিক মিয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে পুটিজুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মতুজ আলী লিটন ও ওয়ার্ড সদস্য আজিজুর রহমান থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT