হবিগঞ্জে ৪ কিলোমিটার সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে

- আপডেট সময়ঃ ০২:০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের বাহুবল সদর থেকে রাজাপুর বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটির কয়েকবছর ধরেই বেহাল দশা। এটি সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। তবে উপজেলা প্রকৌশলীর দাবি, শ্রীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে। খানাখন্দে ভরা এই রাস্তাটি দিয়ে প্রতিদিনই সাতপাড়িয়া, আকিলপুর, কাইতগাঁও, পনারাব্দা, রাজাপুর, মিঠাপুরসহ অন্তত সাতটি গ্রামের হাজারো মানুষ চলাচল করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় রাস্তাটি এখন চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে একটু বৃষ্টিতেই রাস্তাজুড়ে জমে যায় পানি, আর কাদামাটির আস্তরণে হেঁটে চলাও অসম্ভব হয়ে পড়ে। কোথাও কোথাও দেখা গেছে বড় বড় গর্ত, খোয়া-মাটি উঠে গিয়ে কেবল ইট-সুড়কি পড়ে আছে।
আকিলপুর গ্রামের বাসিন্দা মশ্বব আলী জানান, ‘এই রাস্তা দিয়ে বাহুবল সদরে যেতে হয়।
স্কুল, কলেজ, হাসপাতাল সব জায়গায় যেতে হয় এই বেহাল সড়ক দিয়ে। পদীর্ঘদিন ধরেই জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানালেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ রাস্তা দিয়ে রোগী বহনে খুবই সমস্যা হয়।’
মিঠাপুর গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া পারভীন বলেন, ‘বর্ষার দিনে কাঁদা ঠেলে স্কুলে যাওয়ায় অনেক কষ্ট হয়।
মাঝে মাঝে এর জন্য স্কুলে যেতেও ইচ্ছে করে না।’ রাজাপুর গ্রামের বৃদ্ধ আব্দুস ছোবান জানান, ‘এই বয়সে এ রাস্তা দিয়ে চলাচল করলে মনে হয় নাড়িভুড়ি বেরিয়ে যাবে। অন্যান্য জায়গার রাস্তা হয়, কিন্তু এ রাস্তা আর হয় না। এইটা কেমন অবিচার।’
এ ব্যাপারে বাহুবল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মফিজুর রহমান জানান, ‘শুনেছি প্রায় চার কিলোমিটার রাস্তা বহুদিন ধরে বেহাল দশায়।
সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রবিবারে (২৭ জুলাই) হবিগঞ্জে পাঠানো হবে।’ শিঘ্রই টেন্ডার হবে এবং রাস্তাটির পুন: সংস্কার করা হবে বলে আশা এ প্রকৌশলীর।