সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হবিগঞ্জে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৭:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১০ বার পড়া হয়েছে।

হবিগঞ্জ সীমান্তে চোরচালানকালে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও ৫৫ বিজিবির সদস্যরা। শনিবার (৬ সেপ্টেম্বর) জেলায় যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি গোডাউন থেকে একটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাকসহ ভারতীয় শাহী জিরা ও ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। অভিযানের সময় চোরাকারবারিরা গাড়ি ও মালামাল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি-চুনারুঘাট সড়কের তেলিয়াপাড়া ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৃথক পাঁচটি অভিযান চালিয়ে একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক, একটি হায়েস মাইক্রোবাস ও একটি সাধারণ ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারতীয় ফুচকা, জিরা ও চকোলেট জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।

অপরদিকে, ৫৫ বিজিবি চারটি পৃথক অভিযান চালিয়ে কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান, মনতলা ও হরিণখোলা সীমান্ত এলাকায়। এ সব অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমাণ ফুচকা ও দামী ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যর মূল্য ৬১ লাখ ৭৫ হাজার টাকা।

এ সত্যতা নিশ্চিত করে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।’ তিনি জানান, জব্দ করা সকল চোরাই পণ্য ও মাদকদ্রব্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন