সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

হলিউডের নায়িকা সুইনির সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৫৩ বার পড়া হয়েছে।

জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রেম পড়েছেন, সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জনে উত্তাল নেটমাধ্যম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরেই এই উত্তেজনা তুঙ্গে। ভাইরাল সেই ছবিগুলোতে তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেলেও আদতে এর পেছনে ভিন্ন এক সত্য!

মূলত, ‘এক্স’-এ (সাবেক টুইটার) এর একটি অ্যাকাউন্ট থেকে মাস্ক ও সুইনির কিছু ছবি পোস্ট করা হয়। একটি ছবিতে তাদের দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়, অন্যটিতে দেখা যায়, তারা একে অপরের দিকে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় পাপারাজ্জিদের ভিড়ের মাঝে তারা একসঙ্গে হাঁটছেন। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ইলন মাস্ক ও সিডনি সুইনি একে অপরের সঙ্গে ডেট করছেন। আর তা মুহূর্তেই লাখ লাখ মানুষের নজরে আসে; বিশ্বজুড়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে যায়।

তবে কিছু আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সাইট বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। তাতে উঠে আসে, ছবিগুলো আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড। যার মাধ্যমে এই ভুয়া ছবিগুলোর সৃষ্টি হয়েছে। গুগল জেমিনি এআই-এর বিশেষ টুল ‘সিনথ আইডি ডিটেক্টর’ -এর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে, ছবিগুলোতে এআই-এর ডিজিটাল জলছাপ রয়েছে। অর্থাৎ, এগুলো প্রযুক্তির কারসাজি ছাড়া আর কিছুই নয়।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষ্য- গুগল, বিং বা ইয়াহু’র মতো সার্চ ইঞ্জিনগুলোতেও এই জুটির প্রেমের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক এবং সুইনির মতো বড় দুই তারকার মধ্যে সত্যিই কোনো সম্পর্ক থাকলে তা অবশ্যই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হতো। সিডনি সুইনি বর্তমানে জনপ্রিয় মিউজিক ম্যানেজার স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের দুজনকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন