০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

হাওরে অবাধে চলছে কোনাজাল বেড়জালে মাছ শিকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে কোনাজাল ও বেড়জাল দিয়ে চলছে অবাধে মৎস্য আহরণ। বিশেষ করে প্রায় এক বছর ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা তাহিরপুরে না থাকার কারণে উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, লোবার হাওর, সমসার হাওরে কোনাজাল ও বেড়জালে চলছে মৎস্য আহরণ। কোনাজাল দিয়ে মাছ ধরার কারণে বিভিন্ন প্রজাতির পোনা মাছ বিনষ্ট হচ্ছে। তাহিরপুর উপজেলায় চলতি দায়িত্বে থাকা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান ধর্মপাশা উপজেলায় পূর্ণ দায়িত্বে রয়েছেন।

হাওরে মৎস্য অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে তাহিরপুরে পূর্ণ দায়িত্বে একজন মৎস্য কর্মকর্তা যোগ দেবেন। সে সময় হয়তোবা তাহিরপুরের বিভিন্ন হাওরে মৎস্য অভিযান পরিচালনা করা সম্ভব হবে।

তাহিরপুর উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, অতীতে তাহিরপুর বাজারে নানান প্রজাতির মাছে বাজার ভরে যেত। কিন্তু এ বছর বর্ষার শুরু থেকেই উপজেলার হাওরগুলোতে চলছে কোনাজাল ও বেড়জাল দিয়ে দেশীয় প্রজাতির মা-মাছ নিধন। হাওরগুলোতে যদি উপজেলা মৎস্য অফিস টাঙ্গুয়া হাওরের পাশাপাশি শনির হাওর, মাটিয়ান হাওরসহ অন্যান্য হাওরে মৎস্য অভিযান পরিচালনা করা হতো তাহলে বাজার থেকে এভাবে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হতো না।

টাঙ্গুয়া হাওরপাড়ের গোলাবাড়ি গ্রামের বাসিন্দা খসরুল আলম বলেন, হাওরে প্রতিদিন জেলেরা কোনা ও বেড়জাল দিয়ে মাছ ধরে থাকে। উপজেলা মৎস্য অফিস হাওরে নিয়মিত মৎস্য রক্ষা অভিযান পরিচালনা করলে হাওরে মাছের বংশ বৃদ্ধি পেত।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, সারাদিন বালুমহাল নিয়ে ব্যস্ত থাকতে হয়। এর ফাঁকে মাঝে মাঝে মৎস্য অভিযান পরিচালনা করা হয়। কয়েকদিন আগে কয়েকজন জেলেকে কোনাজাল দিয়ে মাছ ধরার অপরাধে জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন