সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

হাতিরঝিলে গৃহকর্মীর ঝু/ল/ন্ত ম/র/দেহ উ/দ্ধা/র

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে।

রাজধানীর হাতির ঝিলের পশ্চিম চৌধুরীপাড়া দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে সোনিয়া (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতো।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সোনিয়া ভোলার চরফ্যাশন উপজেলার বেপারী বাড়ির দুলাল ব্যাপারীর মেয়ে। তিনি বর্তমানে হাতির ঝিলের চৌধুরী বাড়ির দ্বিতীয় তলায় ইকবাল হোসেনের বাড়িতে গৃহপরিচিকার কাজ করতেন। বাড়ির মালিকের মেয়ে নুসরাত জাহান নুবায়রা জানান, গতরাতে তাদের কাজের মেয়ে সোনিয়া শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এসে ৯৯৯ এ বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানান। পরে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের কলেজের মর্গে পাঠায়। তবে কি কারণে সোনিয়া এক ঘটনা কি ঘটেছে তা বাড়ির মালিকপক্ষের কেউ জানেন না।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দিনো বন্ধু জানান, রাতে খবর পেয়েই ওই বাসায় গিয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে জানা যায় নিজের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এ বিষয়ে আমাদের তদন্তঅব্যাহত রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন