গত কয়েক দিন ধরে র্যাবের এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনা সোশ্যাল মিডিয়াসহ নানা মহলে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার অভিযোগ, শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি ছিল। তিনি দাবি করেছেন, শাশুড়ি তাকে সংসার করতে বাধা দিতেন এবং স্বামীকে তার থেকে আলাদা রাখতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতার অভিযোগের পর, নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে পলাশ সাহার মায়ের প্রতি।
এদিকে, এই বিতর্কে যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি পরোক্ষভাবে পলাশ সাহার মায়ের দিকে আঙুল তুলেছেন। প্রভা তার পোস্টে লেখেন, হানিমুনেও নাকি মাকে নিয়ে যাইতে হয়! বাইরে গেলে নাকি মার হাত ধরে ঘুরতে হয়! বউয়ের রান্না ভালো হয়েছে এই প্রশংসা শুনলে আবার তরকারির পাতিলও ফালায় দেয়।প্রভার এই মন্তব্য দেখে নেটিজেনরা তাৎক্ষণিকভাবে বুঝে গেছেন, তিনি কাদের দিকে ইঙ্গিত করছেন। তার পোস্টে বউয়ের প্রতি মায়ের অতিরিক্ত হস্তক্ষেপ এবং সংসারে উত্থিত সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন যে, প্রভা হয়তো পলাশ সাহার মায়ের প্রতি অভিযোগ তুলেছেন, যিনি তার পুত্রের জীবনসঙ্গীকে নিয়ে নিয়মিত হস্তক্ষেপ করতেন।ফেসবুকে প্রভার এই স্ট্যাটাস দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সেখানে নানা ধরনের মন্তব্য দেখা যায়। কিছু নেটিজেন প্রভার বক্তব্যকে সমর্থন জানিয়ে পলাশ সাহার মায়ের প্রতি সমালোচনা করেছেন, আবার কিছু লোক তার সমালোচনা করে পলাশ সাহার মায়ের পক্ষে দাঁড়িয়েছেন।
এই বিতর্ক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। নেটিজেনরা বিশেষভাবে প্রশ্ন করছেন, একজন মহিলার স্বাধীনতা এবং পরিসরের বিষয়ে মাতৃসত্ত্বার অতিরিক্ত হস্তক্ষেপ কিভাবে সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT